বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের অপারেশনের উদ্দেশ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মির্জা ফখরুল ব্যাংককের বিখ্যাত রুটনিন আই হাসপাতালে চিকিৎসা নেবেন। এর আগে ১১ মে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই তিনি উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছেন।
বিএনপি মহাসচিবের চোখের সমস্যাটি দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে তা জটিল আকার ধারণ করায় অপারেশনের প্রয়োজন হয়ে পড়ে। উন্নত চিকিৎসা ও সফল অপারেশনের লক্ষ্যে তিনি রুটনিন হাসপাতালকে বেছে নিয়েছেন, যা দক্ষিণ-পূর্ব এশিয়ায় চক্ষু চিকিৎসার জন্য অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান।
চিকিৎসা নিতে যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল। তিনি সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরে আসতে চান এবং দেশের চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চান বলেও জানান তার ঘনিষ্ঠ সহকর্মীরা।
বিএনপির পক্ষ থেকেও তার সফল চিকিৎসা ও দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া প্রার্থনা করা হয়েছে। নেতাকর্মীদের মাঝেও তার সুস্থতা নিয়ে উদ্বেগ বিরাজ করছে। দলের শীর্ষ নেতার চিকিৎসা যেন সাফল্যমণ্ডিত হয়—এ আশাবাদ ব্যক্ত করেছেন সবাই।