শিরোনাম:
শিরোনাম:
এবি পার্টি জাতীয় ঐক্যের আহ্বানে ড. ইউনূসের সঙ্গে বৈঠক উর্দু ভাষাভাষী নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ঘোষণা: ৩০ জুনের পর একদিনও ক্ষমতায় থাকবো না সিম নিবন্ধনে নতুন সীমা নির্ধারণ: বিটিআরসির সিদ্ধান্তে পরিবর্তন উনিশ বছরের অপেক্ষা: বাবার স্বীকৃতি চান মৌমি সবার জন্য সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি সোমবার থেকে নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার দাবি সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি সোমবার থেকে সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি সোমবার থেকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নিবন্ধন পুনর্বহালের দাবি

ঈদুল আজহায় গণমাধ্যমকর্মীদের জন্য পাঁচদিনের ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক
সময় : রবিবার, মে ২৫, ২০২৫

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণমাধ্যমকর্মীদের জন্য কমপক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করে গেজেট প্রকাশের দাবিতে তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলমকে স্মারকলিপি প্রদান করেছে ‘জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ’। রোববার সংগঠনের পক্ষ থেকে সদস্য সচিব মো. মিয়া হোসেন স্বাক্ষরিত এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চলতি বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোট ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক উদ্যোগ। তবে দেশের সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও অন্যান্য গণমাধ্যমকর্মীরা এমন ছুটির সুযোগ থেকে প্রায়শই বঞ্চিত হয়ে আসছেন। গণমাধ্যমে কর্মরত এসব পেশাজীবীরা জাতীয় উৎসবগুলোতেও ন্যায্য ছুটি পান না, যা পেশাগত ভারসাম্য এবং তাদের পারিবারিক জীবনের ওপর ব্যাপক প্রভাব ফেলে।

 

স্মারকলিপিতে আরও বলা হয়, সংবাদকর্মীরা দিনরাত পরিশ্রম করে দেশের সংবাদপ্রবাহ সচল রাখেন এবং জাতীয় নিরাপত্তা ও সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেন। তাই তাদের মৌলিক অধিকার হিসেবে ছুটি ভোগের বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এবারের ঈদুল আজহায় পাঁচ দিনের ছুটি ঘোষণা না করা হলে সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হতে পারে।

 

এ অবস্থায় ‘জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ’ দাবি জানায়, সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক ও কর্মীদের জন্য কমপক্ষে পাঁচ দিনের ঈদের ছুটি ঘোষণা করে তা গেজেট আকারে প্রকাশ করা হোক। একইসঙ্গে অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতেও গণমাধ্যমের ছুটি নিশ্চিতে একটি দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়ন করার আহ্বান জানানো হয়।

 

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, ছুটি কোনো বিলাসিতা নয়, বরং এটি একটি মৌলিক মানবিক ও পেশাগত অধিকার। সাংবাদিকরাও নাগরিক সমাজেরই অংশ, যারা পরিবার ও সমাজের সঙ্গে মিলেমিশে আনন্দ ভাগাভাগি করার অধিকার রাখেন। অথচ বারবার তাদের এই অধিকার উপেক্ষিত থেকে যাচ্ছে।

 

তাই আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংবাদকর্মীদের ছুটি ভোগের সমান সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

 

এমন একটি সময়ে এই দাবি উত্থাপিত হলো যখন সরকার গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিয়ে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। স্মারকলিপির মাধ্যমে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ আশা প্রকাশ করেছে, সরকার গণমাধ্যমকর্মীদের এই যৌক্তিক দাবি আমলে নিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে এবং একটি মানবিক ও পেশাগত দৃষ্টিভঙ্গি থেকে গেজেট আকারে ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

ChatGPT HSC Icc T20 অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ আন্দোলন করে রায় পরিবর্তন হয় না আপিল বিভাগে স্থগিত ইমরান খান উপদেষ্টা পরিষদ এইচএসসি কোটা কোটা আন্দোলন খালেদা জিয়া গণতন্ত্র গ্রেপ্তার ১২ চৌরাস্তা বাজার জেলা প্রশাসক ড. ইউনূস ড. মুহাম্মদ ইউনূস ত্রিশাল দুদক নন-ক্যাডার নাহিদ ইসলাম নির্বাচন নির্বাচন কমিশন পাকিস্তান প্রধান উপদেষ্টা প্রশ্নফাঁস প্রাথমিক বিদ্যালয় ফিলিস্তিন বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি বাংলা ব্লকেড বিএনপি ভারত ময়মনসিংহ মানবাধিকার রাজনীতি রাজনৈতিক দল রাজনৈতিক সংলাপ শেখ হাসিনা সিলেটে কারফিউর মধ্যেও থেমে নেই চিনি চোরাচালান স্বাধীনতা ২ লাখ কোটি টাকা ছাড়াল খেলাপি ঋণের পরিমাণ

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর