শিরোনাম:
শিরোনাম:
স্ত্রী-পুত্রসহ সাবেক বিমান বাহিনী প্রধানের ৩৮ ব্যাংক হিসাব জব্দ রোববার সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সফল হবে: ডা. জাহিদ হোসেন পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা: বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা পলক, সুমন, শিরিন শারমীনসহ ২৪ রাজনীতিবিদ সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ছুটি ছাড়া অনুপস্থিত ও সমাবেশে গেলে শাস্তি বাংলাদেশের সব শর্ত মেনে নিচ্ছে পাকিস্তান ঈশ্বরদীর বালুমহাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭, উত্তেজনা থেমেছে পুলিশের হস্তক্ষেপে বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ এর গেজেট প্রকাশ একদিনে ইউক্রেনের ২৩২ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ভারতে অবতরণের পর শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন অজিত দোভাল

মোঃ সাদিউল হক
সময় : সোমবার, আগস্ট ৫, ২০২৪
ভারতে অবতরণের পর শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন অজিত দোভাল

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত ও দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অসমর্থিত খবরে জানা যায়, আজ সোমবার সন্ধ্যায় শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহন বিমান দিল্লি-উত্তর প্রদেশ সীমান্তে গাজিয়াবাদের কাছে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে। সেখানে দোভাল তাঁর সঙ্গে দেখা করেন।

গণমাধ্যমের খবর অনুযায়ী, হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি। তিনি যুক্তরাজ্যের কাছে আশ্রয় চেয়েছেন। তা গ্রাহ্য হলেই তিনি লন্ডনে রওনা হবেন। ততক্ষণ ভারত তাঁকে সাময়িক আশ্রয় দেবে।

শেখ হাসিনা যে সময় দিল্লির অদূরে পৌঁছান, প্রায় সেই সময়েই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, শেখ হাসিনার দেশত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ ও বাংলাদেশের ভারতীয়দের নিরাপত্তা নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

সরকারি সূত্র জানাচ্ছে, আগামীকাল মঙ্গলবার সংসদে জয়শঙ্কর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে পারেন। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে যা কিছু ঘটেছে, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা সত্ত্বেও ভারত সরকারিভাবে কোনো মন্তব্য করেনি। দুই সপ্তাহ আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে শুধু বলা হয়েছিল, বাংলাদেশ যা চলছে, তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়।

ভারত সরকারের প্রথম থেকেই বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে অনাগ্রহী। দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা ও আন্দোলনের স্পর্শকাতরতার জন্য ভারত সংযত থাকতে চেয়েছে। আন্দোলন চলাকালে ভারতবিরোধী স্লোগান উঠেছে। সামাজিক মাধ্যমে তীব্র ভারতবিরোধী মনোভাবের পরিচয়ও পাওয়া গেছে। তাই ভারত চায়নি এমন কোনো মন্তব্য করতে, যাতে পরিস্থিতি আরও খারাপ হয়।

সরকারি সূত্রে জানা যায়, বিরোধীরা দাবি তোলার আগেই সরকার নিজে থেকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংসদকে অবহিত করতে চাইছে। বিশেষ করে যখন বাংলাদেশে বহু ভারতীয়ের বসবাস।

শেখ হাসিনার দেশত্যাগ নিয়েও ভারত বাড়াবাড়ি রকমের গোপনীয়তা রক্ষা করে চলেছে। কিন্তু তা সত্ত্বেও গণমাধ্যমে বেশ কিছু খবর প্রকাশিত হচ্ছে, যেগুলো অসমর্থিত। যেমন হেলিকপ্টারে চেপে ভারতে আসার পর শেখ হাসিনা বাংলাদেশ বিমানবাহিনীর এক পণ্য পরিবহন বিমানে ওঠেন। ভারতের আকাশে সেই বিমানকে পর্যবেক্ষণে রাখে ভারতীয় বিমানবাহিনী। সি-১৩০ সামরিক পরিবহন বিমানটি শেখ হাসিনাকে নিয়ে হিন্দন বিমানঘাঁটিতে নামে আজ সোমবার সন্ধ্যায়।

শেখ হাসিনার পরবর্তী গন্তব্য লন্ডন। গণমাধ্যমের দাবী অনুযায়ী তাই। কিন্তু কীভাবে তিনি সেখানে যাবেন, তা নিয়ে কোনো স্পষ্ট ধারণা নেই। বিশেষ বিমান, নাকি বাণিজ্যিক ফ্লাইটে, এ বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। এ-ও জানা যায়নি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার কথা হবে কি না।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির বিচারে সীমান্তে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। সব ধরনের রেল ও বিমান যোগাযোগ আজ সোম ও আগামীকাল মঙ্গলবারের জন্য বন্ধ রাখা হয়েছে। ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, পরিস্থিতির কারণে আগামীকাল মঙ্গলবারের সব ফ্লাইট বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

ChatGPT Icc T20 অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ আওয়ামী লীগ আপিল বিভাগে স্থগিত উপদেষ্টা পরিষদ এইচএসসি এইচএসসি ও সমমান কৃত্রিম বুদ্ধিমত্তা কোটা আন্দোলন খালেদা জিয়া মুক্ত গ্রেপ্তার ১২ চৌরাস্তা বাজার জামায়াত ড. ইউনূস ডিজিটাল বাংলাদেশ তৌহিদী জনতা ত্রিশাল দুর্নীতি ধানীখোলা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নাহিদ ইসলাম নির্বাচন পাকিস্তান প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেল প্রশাসনিক সংস্কার প্রশ্নফাঁস ফিলিস্তিন বাংলাদেশ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক যাত্রা: শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কার্যক্রম শুরু বিএনপি বিজিবি বিজিবি মোতায়েন ভারত ময়মনসিংহ মুহাম্মদ ইউনূস রাজনীতি রাজনৈতিক অস্থিরতা শেখ হাসিনা সিলেটে কারফিউর মধ্যেও থেমে নেই চিনি চোরাচালান স্থানীয় সংবাদ ২ লাখ কোটি টাকা ছাড়াল খেলাপি ঋণের পরিমাণ

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর