মাত্র ৫ টাকায় চাঁদপুরের ফরাক্কাবাদে ৫০০ শিশুর হাতে পৌঁছে গেল ঈদের নতুন পোশাক, আর এই উদ্যোগের পেছনে রয়েছে স্বপ্নতরু সামাজিক সংগঠন।
‘মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ’—এই মূলমন্ত্রে বিশ্বাসী স্বপ্নতরু সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায়, ঈদুল ফিতর উপলক্ষে ফরাক্কাবাদে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী ঈদ বাজারের।
শনিবার দুপুরে ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। প্রায় ৫০০ শিশু মাত্র ৫ টাকার বিনিময়ে হাতে পেয়েছে নতুন ঈদের পোশাক। তবে এটি ছিল দানের আয়োজন নয়, বরং সম্মানের এক অনন্য প্রয়াস। শিশুরা যেন মনে করতে পারে যে, তারা নিজের যোগ্যতায় পোশাক কিনেছে—এমন অনুভূতি দেওয়াই ছিল মূল উদ্দেশ্য।
নতুন পোশাক হাতে পেয়ে শিশুদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। কেউ খুশিতে কান্নায় ভেঙে পড়েছে, কেউ নতুন জামা হাতে নিয়ে উচ্ছ্বসিত, কেউবা পাঞ্জাবি পরে বলে উঠেছে—‘এবার আমিও নতুন জামা পরব!’
ফরাক্কাবাদের স্কুল মাঠ যেন পরিণত হয়েছিল মানবতার এক অনন্য চিত্রে। মাত্র ৫ টাকায় কেনা পোশাকের বিনিময়ে শত শত শিশুর মুখে ফুটে উঠেছে ঈদের নির্মল হাসি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বপ্নতরু সংগঠনের সদস্যরা, যারা এই মহতী উদ্যোগকে সফল করতে দিনরাত পরিশ্রম করেছেন।
ঈদ পোশাক