বাংলাদেশ রেলওয়ে ঢাকা-নরসিংদী-ভৈরববাজার-নরসিংদী-ঢাকা রুটে নতুন একটি কমিউটার ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেনগুলোতে নতুন কোচ সংযোজন করা হচ্ছে। আগামী ২৬ মার্চ থেকে এই নতুন ট্রেন ও উন্নত মানের কোচের সংযোজন কার্যক্রম শুরু হবে। বিশেষ এ ট্রেন সার্ভিসটি উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রোববার (২৩ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন ট্রেনগুলোর সময়সূচি অনুযায়ী, নরসিংদী কমিউটার-১ সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরববাজার থেকে ছেড়ে ৯টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এটি দৌলতকান্দি, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে বিরতি দেবে।
অন্যদিকে, নরসিংদী কমিউটার-৪ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে রাত ৯টা ১০ মিনিটে ভৈরববাজার পৌঁছাবে। এই ট্রেনটি তেজগাঁও, ঢাকা বিমানবন্দর, টঙ্গী, পূবাইল, আড়িখোলা, নরসিংদী ও মেথিকান্দা স্টেশনে থামবে। এসব ট্রেনের টিকিট সংশ্লিষ্ট কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।
এছাড়া, আগামী ২৬ মার্চ থেকে উন্নত মানের ১১টি নতুন কোচ সংযোজন করে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের পুরোনো রেক প্রতিস্থাপন করা হবে। ফলে আট জোড়া ট্রেনের কোচ পরিবর্তন করা হবে।
উল্লেখ্য, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটের চার জোড়া কমিউটার ট্রেন উদ্বোধনকালে ঘোষণা দিয়েছিলেন, ২০২৫ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকা-নরসিংদী ও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন কমিউটার ট্রেন চালু করা হবে।