আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) তিন দিনের ছুটি ঘোষণা করেছে। নোয়াবের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল সংবাদপত্র প্রকাশিত হবে না। তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদ ১ এপ্রিল অনুষ্ঠিত হলে পরদিন ২ এপ্রিল-ও সংবাদপত্র বন্ধ থাকবে।
নোয়াবের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। সংগঠনটির সভাপতি দৌলত আক্তার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এক বিবৃতিতে বলেন, এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ সময় ছুটি পাচ্ছেন। মার্চের শেষ সপ্তাহ ও এপ্রিলের প্রথম সপ্তাহজুড়ে স্বাধীনতা দিবস, শবে কদর, সাপ্তাহিক ছুটি এবং ঈদের ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের বেশি ছুটি থাকছে। কিন্তু গণমাধ্যম কর্মীদের কথা বিবেচনায় না রেখেই নোয়াব মাত্র তিন দিনের ছুটি ঘোষণা করেছে, যা অন্যায্য।
নেতৃবৃন্দ আরও বলেন, গণমাধ্যম কর্মীরা প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করেন। জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ প্রচারে তাদের ভূমিকা অনস্বীকার্য। অথচ ঈদের মতো বিশেষ উৎসবে তাদের পর্যাপ্ত বিশ্রাম বা পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ কম থাকে। সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে সংবাদকর্মীদের জন্যও ন্যূনতম পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা উচিত।
ইআরএফের পক্ষ থেকে দাবি জানানো হয়, গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের মানবিক দিক বিবেচনায় এনে নোয়াবের উচিত ঈদের ছুটি আরও কমপক্ষে দুই দিন বৃদ্ধি করা। এতে সংবাদকর্মীরা স্বস্তির সঙ্গে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন।
গণমাধ্যমকর্মীদের স্বার্থ রক্ষায় ইআরএফের দাবি যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাংবাদিক সমাজের প্রতিনিধিত্বকারী অন্যান্য সংগঠনগুলোকেও এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়, যাতে ভবিষ্যতে সংবাদপত্র শিল্পের কর্মীদের অধিকার আরও সুরক্ষিত হয়।