রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্য আবু হানিফ। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি, মো. সজিব, আহত হন।
রবিবার (১৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আলম জানিয়েছেন, অভিযানের সময় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। পরে থানা-পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চারজনকে আটক করে এবং তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
হামলায় আহত পুলিশ সদস্য আবু হানিফ ও স্থানীয় বাসিন্দা সজিব ছুরিকাঘাতের শিকার হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে দু’জনই শঙ্কামুক্ত।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে, পাশাপাশি পুলিশের ওপর হামলার ঘটনায় আরেকটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আলম।