প্রকাশের ক্ষেত্রে বিধি লঙ্ঘনের অভিযোগে দৈনিক যায়যায়দিন পত্রিকার ঘোষণাপত্র (ডিক্লেয়ারেশন) বাতিল করেছে সরকার। পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (১২ মার্চ) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, পত্রিকাটি অনুমোদিত প্রেস থেকে ছাপানো হচ্ছে না, অথচ প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে—এমন অভিযোগ আনেন শফিক রেহমান।
পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে এবং অভিযোগের সত্যতা পাওয়ায় পত্রিকাটির ঘোষণাপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
যায়যায়দিন পত্রিকার প্রকাশনা ও মুদ্রণে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন, ১৯৭৩-এর ১০ ধারা লঙ্ঘিত হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। এ কারণে পত্রিকাটির প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামে থাকা ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।