ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের দুই সার্জেন্টকে সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
রোববার (৯ মার্চ) ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সার্জেন্ট সায়েদুল আমিন সোহেল ও সার্জেন্ট ইজাজুল রহমান অনিকের হাতে অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। তাদের ব্যতিক্রমী কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার জন্য এই স্বীকৃতি প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ৬ মার্চ রাত সাড়ে ১০টার দিকে ডেমরা চৌরাস্তার কাছে ট্রাফিক নিয়ন্ত্রণে ছিলেন ট্রাফিক-ওয়ারী বিভাগের সার্জেন্ট সায়েদুল আমিন সোহেল। হঠাৎ তিনি দেখতে পান, এক্সপ্রেসওয়ে ইনকামিংয়ে একটি গাড়ির চালকের সঙ্গে দুই ব্যক্তি ধস্তাধস্তি করছেন। সন্দেহ হওয়ায় তিনি এগিয়ে যান এবং দেখতে পান, ওই দুই ব্যক্তি ধারালো ছুরি হাতে চালকের কাছ থেকে টাকা-পয়সা ছিনতাইয়ের চেষ্টা করছে।
তাৎক্ষণিকভাবে সার্জেন্ট সোহেল নিজের সার্ভিস পিস্তল বের করে ছিনতাইকারীদের সতর্ক করেন। পালানোর চেষ্টা করলে তিনি তাদের ধাওয়া করেন এবং সাহসিকতার সঙ্গে এক ছিনতাইকারীকে ছুরিসহ আটক করতে সক্ষম হন। পরে আটককৃত ব্যক্তিকে ডেমরা থানায় হস্তান্তর করা হয়। এই বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপি কমিশনার তাকে ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।
অন্যদিকে, একই রাতে আব্দুল্লাহপুর এলাকায় ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক-উত্তরা বিভাগের সার্জেন্ট ইজাজুল রহমান অনিক। একপর্যায়ে তিনি একটি গাড়ির চালকের আচরণ সন্দেহজনক মনে করেন। চালকের কাছে গাড়ির কাগজপত্র ও চাবি দেখতে চাইলে সে তা দেখাতে ব্যর্থ হয়। মালিকের সঙ্গে যোগাযোগের কথা বললেও সে বিষয়টি এড়িয়ে যায়।
পরিস্থিতি বুঝে সার্জেন্ট অনিক কৌশলে পুলিশের সহযোগিতায় গাড়িটি জব্দ করেন এবং চালককে আটক করেন। পরে তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়। তার এই বিচক্ষণ ও দায়িত্বশীল আচরণের জন্য ডিএমপি কমিশনার তাকে ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।
ডিএমপি কমিশনার দুই সার্জেন্টের সাহসিকতা ও সতর্ক দৃষ্টি উল্লেখ করে তাদের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।