ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সামরিক বাহিনীর আটটি সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। রোববার (৯ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, নৌবাহিনী, বিমানবাহিনী, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মোট আটটি সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নতুন নামকরণ করা হয়েছে।
নাম পরিবর্তিত সংস্থা ও স্থাপনার তালিকা:
বাংলাদেশ নৌবাহিনী:
১. বানৌজা বঙ্গবন্ধু → বানৌজা খালিদ বিন ওয়ালিদ (চট্টগ্রাম, নিউ মুরিং)
২. বানৌজা শেখ মুজিব → বানৌজা ঢাকা (ঢাকা, খিলক্ষেত নামাপাড়া)
3. বানৌজা শেখ হাসিনা → বানৌজা পেকুয়া (কক্সবাজার, পেকুয়া)
বাংলাদেশ বিমানবাহিনী:
৪. বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু → বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার (ঢাকা সেনানিবাস, কুর্মিটোলা)
৫. বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার → বাংলাদেশ অ্যারোনটিক্যাল সেন্টার (ঢাকা সেনানিবাস, কুর্মিটোলা)
৬. বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্স → বিএএফএ কমপ্লেক্স (বিএএফ একাডেমি, যশোর)
সামরিক বাহিনী কমান্ড ও প্রতিরক্ষা মন্ত্রণালয়:
৭. শেখ হাসিনা কমপ্লেক্স → ডিএসসিএসসি কমপ্লেক্স (সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ, মিরপুর সেনানিবাস)
৮. বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর → প্রতিরক্ষা জাদুঘর (প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণভবন কমপ্লেক্স, শের-ই-বাংলা নগর)
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার পর সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষ নতুন নাম অনুসারে আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা শুরু করেছে।