বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঐতিহাসিক সাতমাথায় এ মানববন্ধনের আয়োজন করে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোস্তফা মোঘল। বক্তারা স্টেডিয়ামের প্রতি অবহেলা ও বৈষম্যের নিন্দা জানিয়ে দ্রুত সংস্কারের আহ্বান জানান।
বক্তারা উল্লেখ করেন, গত ১৭ বছর ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে শহীদ চান্দু স্টেডিয়াম কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারেনি। এটি দেশের অন্যতম সেরা উইকেট সমৃদ্ধ স্টেডিয়াম হওয়া সত্ত্বেও অবহেলার কারণে এর অবকাঠামো, আউটফিল্ড ও গ্যালারিতে মরিচা ধরেছে। আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পুনরুদ্ধারে অবিলম্বে সংস্কার কাজ শুরু করা জরুরি বলে তারা মনে করেন।
মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ আলিম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিসিবির সাবেক পরিচালক ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম আর সিদ্দিক লেমন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির বগুড়া জেলা সমন্বয়ক আব্দুল্লাহ ত্বাকী, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু, এবং নারী ক্রিকেটার রানী তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনতে হলে কেবল সংস্কার করাই যথেষ্ট নয়, বরং প্রয়োজন নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা। তারা আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে।