ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে চূড়ান্ত স্কোয়াড গঠন করতে পারেননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা। প্রাথমিকভাবে ঘোষিত ২৭ জনের দল থেকে ২৪ জনকে নিয়ে ভারত সফরে গেছেন এই স্প্যানিশ কোচ। শেষ মুহূর্তে দলে জায়গা হারানো তিন ফুটবলার হলেন পিয়াস আহমেদ, আরিফ হোসেন ও তাজ উদ্দিন। ক্যাম্পের শুরু থেকে তারা দলের সঙ্গে ছিলেন, এমনকি ১৯ মার্চ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের ফটোসেশনেও অংশ নেন। কিন্তু ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াডে তাদের রাখা হয়নি, যা ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে।
এর আগে সৌদি আরবের ক্যাম্পে থাকা তরুণ ফরোয়ার্ড ফাহামিদুল ইসলামও বাদ পড়েন। ইতালি থেকে আসা এই প্রবাসী ফুটবলার দলের সঙ্গে থেকে বেশ কয়েকটি সেশন অনুশীলন করলেও শেষ পর্যন্ত জায়গা ধরে রাখতে পারেননি। তার বাদ পড়ার পর কোচ কাবরেরাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। এ ছাড়া ক্যাম্প শুরুর আগেই ৩৮ জনের প্রাথমিক তালিকা থেকে অনুশীলনে সুযোগ না দিয়েই ৮ ফুটবলারকে বাদ দেন তিনি। এবার আরও তিনজনকে না নিয়ে ভারতে ম্যাচ খেলতে যাওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ভারত সফরে গিয়েও দল চূড়ান্ত হয়নি। নিয়ম অনুযায়ী, ম্যাচের আগে ২৩ সদস্যের স্কোয়াড নির্ধারণ করতে হবে, অর্থাৎ আরও একজনকে বাদ দিতে হবে। আগামী ২৪ মার্চ ম্যানেজার মিটিংয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। কাবরেরার এমন সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্লেষকরা নানা প্রশ্ন তুলছেন। কেনো এই পরিবর্তন? আদৌ কি পরিকল্পনার অংশ, নাকি হঠাৎ সিদ্ধান্ত? এসব প্রশ্নের উত্তর মিলবে হয়তো ভারতের বিপক্ষে মাঠের পারফরম্যান্সেই।