দেশজুড়ে যৌথ বাহিনীর অভিযানে ২৫৯ অপরাধী গ্রেপ্তার
বাংলাদেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে গত ২৪ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোট ২৫৯ জন অপরাধীকে আটক করা হয়েছে। শনিবার (৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রাজধানীসহ দেশের নানা অঞ্চলে সেনাবাহিনীর পদাতিক ডিভিশন, স্বতন্ত্র ব্রিগেড এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ইউনিটগুলো যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে। অভিযানে হত্যা, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক বহনসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে এসব অপরাধীদের আটক করা হয়।
আটকদের কাছ থেকে ১১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৫৪টি গুলি, হাতবোমা, ককটেল, মাদকদ্রব্য, চোরাই মোটরসাইকেল, মোবাইল ফোন, পাসপোর্ট, নিষিদ্ধ ওষুধ এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এসব অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও, জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী দেশব্যাপী টহল ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষ ও বেতন-ভাতা সংক্রান্ত সমস্যা নিরসনে গার্মেন্ট মালিক ও শ্রমিকদের মধ্যে সংলাপ ও সমঝোতার আয়োজন করতেও সেনাবাহিনী উদ্যোগ নিয়েছে।
সামগ্রিকভাবে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। জনসাধারণকে সন্দেহজনক কোনো কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর অনুরোধও জানানো হয়েছে।