গুগল স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে। ২৬ মার্চ শুরু হতেই এটি প্রদর্শিত হচ্ছে।
ডুডলে দেখা যাচ্ছে, নীল-সাদা আকাশের পটভূমিতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা বাতাসে উড়ছে। এর নিচে ইংরেজিতে “Google” লেখা রয়েছে। ডুডলটিতে ক্লিক করলেই স্বাধীনতা দিবস সম্পর্কিত তথ্য দেখানো হচ্ছে। সেখানে লেখা রয়েছে— “স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ!”
প্রসঙ্গত, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি শাসন থেকে মুক্তির লক্ষ্যে বাঙালি জাতি চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হয়। এর একদিন আগে, ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী “অপারেশন সার্চলাইট” নামের বর্বর হত্যাযজ্ঞ চালায়, যা বাঙালিদের স্বাধীনতার পথ ত্বরান্বিত করে।
২৬ মার্চ চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, যা সারা দেশে ছড়িয়ে পড়ে। এই ঘোষণার পর বাঙালিরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর, ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে এবং বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
১৯৭২ সালের ২২ জানুয়ারি সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২৬ মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে এবং এ দিনকে সরকারি ছুটি হিসেবে নির্ধারণ করে।
স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণ উদযাপনে গুগলের ডুডল যুক্ত হওয়া বাংলাদেশের জন্য এক বিশেষ সম্মানের বিষয়।