রাজনৈতিক পটপরিবর্তনের ধারাবাহিকতায় দেশের ক্রীড়াঙ্গনেও এসেছে পরিবর্তনের ছোঁয়া। বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় স্টেডিয়ামের নাম নতুন করে রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। মহান মুক্তিযুদ্ধে শহীদ মতিউর রহমানের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ নামকরণ করা হয়েছে।
অন্যদিকে, নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম। ছয় বছরের রিয়া গোপ গত জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। তার স্মরণে স্টেডিয়ামটির নাম পরিবর্তন করা হয়েছে। এর আগে, ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করে রাখা হয় রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স।
এছাড়া, দেশের অন্যতম প্রধান ক্রীড়াঙ্গন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে জাতীয় স্টেডিয়াম, ঢাকা। একইভাবে, রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের নতুন নাম রাখা হয়েছে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন নামকরণের ফলে স্টেডিয়ামগুলোর পরিচিতি বদলালেও এগুলো দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশা করা যায়।