চুয়াডাঙ্গার পৌর এলাকার পলাশপাড়ায় নামাজরত অবস্থায় দোদুল হোসেন রিন্টু (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে রিফাত হোসেন (১৭)। শনিবার (২২ মার্চ) রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত রিফাতকে আটক করেছে।
নিহত দোদুল হোসেন ইতালি প্রবাসী ছিলেন এবং তিনি মৃত কাজী আফাজ উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, রিফাত মোবাইল গেমে আসক্ত ছিল। মাগরিবের নামাজের আগে তার বাবা মোবাইলটি কেড়ে নেওয়ায় রিফাত ক্ষিপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পর দোদুল হোসেন নামাজে দাঁড়ালে রিফাত তাকে পিছন থেকে ছুরিকাঘাত করে।
আহত অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, মোবাইল ফোন নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।