ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক শাখা ইজেদিন আল-কাসসাম ব্রিগেডস তেল আবিবের দিকে একাধিক রকেট নিক্ষেপ করেছে।
গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, গাজার নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবে তারা তেল আবিব লক্ষ্য করে M90 ধরনের রকেট ছুড়েছে।
এদিকে, গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরাইলি বাহিনীর নতুন করে চালানো হামলায় গত দুদিনে ১৯০ জনেরও বেশি শিশুসহ ৯৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধু বৃহস্পতিবার সকালের দিকের হামলাতেই প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হন।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী গাজা উপত্যকার প্রধান ভূখণ্ডের উত্তর ও দক্ষিণের সংযোগ সড়ক বন্ধ করে দিয়েছে। ফলে প্রাণ বাঁচাতে গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের কাছের সালাহেদ্দিন রোড ধরে দক্ষিণের দিকে ছুটতে দেখা গেছে অসংখ্য ফিলিস্তিনিকে।